অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
রোববার (১৩ এপ্রিল) সকালে ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর তিনি বিহার প্রাঙ্গণে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন। এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনা কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
এরপর রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভিক্ষুদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। তাকে স্বাগত জানায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার দীর্ঘদিন ধরে বাংলাদেশে বৌদ্ধদের ধর্মীয় চর্চা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘সম্প্রীতি ভবন’ নির্মাণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দেশের ধর্মীয় সহাবস্থানের এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে।
এসি//