আন্তর্জাতিক

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

ঢাকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই ভারতের। এমনটাই জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে যেসব বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তার জবাবে দিল্লি কঠোর কোনো পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত নিজেদের বিমানবন্দর ও স্থল বন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে।

নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলেও দেশটির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা  হয়, বাংলাদেশ চলতি বছরের মার্চ মাসে তিনটি বন্দর বন্ধ করে দেয় এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানি স্থগিতের সিদ্ধান্ত নেয়। যদিও সুতা আমদানির বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা আসে আরও পরে, গেলো সপ্তাহে।

ভারতীয় কর্তৃপক্ষ মনে করছে, জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউজে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করতে করা হয়েছিল।

অন্যদিকে, ভারতের সঙ্গে বাণিজ্য জটিলতার মধ্যেই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্যে জড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশে ৫০ হাজার টন চাল এসেছে।

এছাড়া ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চল (সেভেন সিস্টার্স) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই দিল্লি ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | ইন্ডিয়া | বাণিজ্য যুদ্ধ