আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, কমছে জনপ্রিয়তা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: এপি

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। সাম্প্রতিক কিছু নীতি ও সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচির নাম ছিল ‘৫০৫০১’ অর্থাৎ ৫০টি রাজ্যে ৫০টি প্রতিবাদ, উদ্দেশ্য এক।

বিক্ষোভকারীরা এই আন্দোলনকে বলছেন ‘নতুন স্বাধীনতার লড়াই’। রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় শনিবার ( ১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের হাজারো মানুষ একযোগে রাস্তায় নেমে এসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।

 মূল ইস্যুগুলোর মধ্যে ছিল অভিবাসন নীতি, বাজেট কাটছাঁট এবং ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)’ প্রকল্প। অনেকে মনে করছেন, এই প্রকল্প সরকারি সেবা হ্রাস ও চাকরি সংকোচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত দুর্বল করছে।

এপি
এপি

দেশজুড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও কিছু এলাকায় উত্তেজনা তৈরি হয়। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম এক ট্রাম্প সমর্থকের সঙ্গে তর্কে জড়ান, যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ম্যাসাচুসেটসের লেক্সিংটন ও কনকর্ড যেখানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, সেখানেও এই আন্দোলনের প্রভাব পড়ে। টমাস ব্যাসফোর্ড নামের এক বিক্ষোভকারী বলেন, ‘আমি আমার নাতিদের শেখাতে চাই, কখন নাগরিকদের স্বাধীনতার জন্য রাস্তায় নামা প্রয়োজন হয়।’

এপি
এপি

এদিকে জনমত জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। গ্যালাপের সর্বশেষ জরিপ অনুযায়ী, ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে ৪৫ শতাংশে, যেখানে গত জানুয়ারিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতে এই হার ছিল ৪৭ শতাংশ।

এপি
এপি

অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়েও জনগণের অসন্তোষ বাড়ছে। রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, মাত্র ৩৭ শতাংশ নাগরিক ট্রাম্পের অর্থনৈতিক নীতি সমর্থন করছেন—যা জানুয়ারিতে ছিল ৪২ শতাংশ।

তবে এই বিক্ষোভকে এখনও সবচেয়ে বড় আন্দোলন হিসেবে ধরা হচ্ছে না। কারণ চলতি এপ্রিলের শুরুতে ‘হ্যান্ডস অফ’ (Hands Off) শিরোনামে আরও বৃহত্তর একটি প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল, যা যুক্তরাষ্ট্রজুড়ে ১২০০টি স্থানে, ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে অনুষ্ঠিত হয়েছিল। ট্রাম্প ফের প্রেসিডেন্ট হওয়ার পর সেটিকেই সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে মনে করা হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | ট্রাম্প