আন্তর্জাতিক

পাক হামলার ভয়ে বাঙ্কার প্রস্তুতে ব্যস্ত ভারতীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীর হামলা জেরে মার মার কাট অবস্থায় ভারত-পাকিস্তান। সীমান্তে দুই দেশের মধ্যে থেমে থেমে চলছে গুলি বিনিময়। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বড় হামলার আশঙ্কা করছেন ভারতীয়রা। নিজেদের রক্ষায় প্রস্তুত করছেন বাঙ্কার। বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ বিষয়টি উঠে এসেছে।       

পেহেলগামে হামলার জেরে বেশি উত্তেজনা তৈরি হয়েছে জম্মু-কাশ্মিরের পুঞ্চ বিভাগে । সেখানে থাকা সালোত্রি গ্রামে বিরাজ করছে টানটান উত্তেজনা। লাইন অব কন্ট্রোলের কোল ঘেঁষে থাকা এই গ্রামে গত দুইদিন চলছে ব্যাপক গোলাগুলি। পাকিস্তানের হামলা থেকে বাঁচতে  এই গ্রামের মানুষ প্রস্তুত করছেন বাঙ্কার

মাটির ১০ ফুট গভীরে বানানো এসব বাংকার অনেক শক্তপোক্ত ও বুলেটপ্রুফ। গোলাবর্ষণের সময় এছাড়া এগুলো ভালো নিরাপত্তা দেয়।

গেলো মঙ্গলবার কাশ্মীরে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু প্রতিশোধ ব্যবস্থা নিয়েছে ভারত। পাল্টা জবাব দিতে পাকিস্তানও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে ভারতের নেয়া পদক্ষেপের মধ্যে সিন্ধু পানি চুক্তি বাতিল অন্যতম। পাকিস্তানের লাইফ লাইন হিসেবে বিবেচিত এই চুক্তি বাতিলের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে যেতে পারে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ দুটি। 

 

এনএস/ 

 

 

 

 

   

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতীয়রা | বাংঙ্কার