বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো হুমকি মোকাবেলায় আধুনিক, দক্ষ ও প্রস্তুত বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে একটি অনুশীলন পর্যবেক্ষণে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সময়োপযোগী দক্ষতা ও পেশাগত সক্ষমতা অর্জনের দিকে আপনাদের মনোযোগ বজায় রাখতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শক্তিশালী ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে ইনশাল্লাহ।’
তিনি জানান, ভবিষ্যতে বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে অত্যাধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান এবং উন্নত রাডার প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে বলেও জানান তিনি।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অনুশীলন এখন সময়ের দাবি।’ তিনি আরও জানান, বিমান বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে নানা ধরণের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন, যা তাদের পেশাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করছে।
অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি, ২০২৪ সালের জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের অবদানের কথাও তিনি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন।
বিমানবন্দরের নিরাপত্তা ও সুষ্ঠু পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে আগমনের সময় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান। পরে, এক সুসজ্জিত বাহিনী প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় সালাম জানায় এবং জাতীয় সংগীত পরিবেশিত হয়।
এমএ//