বিনোদন

স্বল্পমূল্যে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে 'প্রিয় সত্যজিৎ'

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি, যার সৃষ্টিশীলতা এবং শিল্পমগ্নতা আজও সবার হৃদয়ে অমলিন। পথের পাঁচালী দিয়ে চলচ্চিত্রের নতুন যে দিগন্ত উন্মোচন করেছিলেন কেবল তা বাংলায় নয়, বিশ্ব সিনেমার ইতিহাসেও এক অসাধারণ মাইলফলক সৃষ্টি করেছেন তিনি। তিনি ছিলেন একাধারে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক। তিনি আরা কেউ নয় তিনি হলেন দুই বাংলার প্রিয় সত্যজিৎ রায়। বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে চলচ্চিত্র 'প্রিয় সত্যজিৎ।'

গেলো (২ মে) সত্যজিৎ রায়ের জন্মদিনে এই সিনেমাটি দর্শকদের জন্য চরকিতে উন্মুক্ত করা হয়েছে।  দর্শকরা স্বল্পমূল্যেই সেখানে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রসূন রহমান, যা ভারতীয় চলচ্চিত্রের মহান নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত একটি বিশেষ ট্রিবিউট ফিল্ম। সিনেমাটি তিন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতার গল্প নিয়ে গড়ে উঠেছে।  যার মধ্যে সত্যজিৎ রায়, প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদ (আহমেদ রুবেল) এবং নবীন নির্মাতা অপরাজিতা (মৌটুসী বিশ্বাস) আছেন।

সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে চলচ্চিত্রে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। প্রসূনের ভাষায়, এটি কোনো বাণিজ্যিক সিনেমা নয়, এটি একটি 'লাভ-লেটার টু সিনেমা'। সিনেমাটি বিশেষভাবে তরুণ নির্মাতাদের অনুপ্রাণিত করবে এবং চলচ্চিত্রপ্রেমীদের জন্য আবেগপূর্ণ উপহার হিসেবে তৈরি।

চরকির সাবস্ক্রাইবাররা সিনেমাটি সরাসরি দেখতে পারবেন।  অন্যদিকে, সাবস্ক্রাইবার না হলে ৩৫ টাকা দিয়ে 'বাই টিকেট' অপশনে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন।  ভারতের দর্শকরা ৩৫ রুপিতে এবং অন্যান্য দেশের দর্শকরা ১.৯৯ ডলারে সিনেমাটি দেখতে পারবেন।

চলচ্চিত্রটির শুটিং হয়েছে সত্যজিৎ রায়ের পৈতৃকভিটা কিশোরগঞ্জের মসূয়ায় এবং পুরনো ঢাকার একটি বাড়িতে।

চরকির হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ফয়সাল রহমান গণমাধ্যমকে জানান, "প্রিয় সত্যজিৎ" চরকিতে এক্সক্লুসিভভাবে মুক্তি পেয়েছে এবং এতে আরও ৩টি কনটেন্ট রয়েছে।  তারা আশা করছে এই তালিকা ধীরে ধীরে দীর্ঘ হবে এবং সিনেমাটি দর্শকদের কাছে আরো বেশি জনপ্রিয় হবে।

এসকে//