অপরাধ

উপদেষ্টাদের ৩ সহকারীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি এবং ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রবিবার (৪ মে) বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে  সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুর্নীতির অভিযোগ ওঠায় গত ২২ এপ্রিল যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে একই কারণে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকেও অব্যাহতি দেয়া হয়।

 

এর আগে গত ২৫ এপ্রিল আক্তার হোসেন জানিয়েছিলেন, উপদেষ্টাদের সহকারীদের বিরুদ্ধে যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলো খতিয়ে দেখবে দুদক।

আই/এ 

এ সম্পর্কিত আরও পড়ুন দুদক