গাজায় পুরোপুরি দখলসহ হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা। এ পরিকল্পনার মধ্যে ভবিষ্যতে গাজা নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে।
সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা গাজায় হামলা বাড়ানোর নিয়ে বৈঠকে বসে। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরই মধ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবে বর্ণনা করেছে।
ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরেই এ পরিকল্পনা কার্যকর হতে পারে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, আগামী কয়েকমাস ধরে গাজায় পর্যায়ক্রমে সামরিক হামলা বৃদ্ধির এ প্রস্তাবটি সর্বসম্মিতক্রমে অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা।
প্রথম পর্যায়ে গাজার আরও কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়ে মিশর আর ইসরাইলের মধ্যে থাকা বাফার জোনের এলাকা বৃদ্ধি করা হবে। এর ফলে হামাসের সঙ্গে নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় বাড়তি সুবিধা পাবে ইসরাইল।
আই/এ