আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার মামলার রায় জন্য আগামী ১৭ মে এর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) সকালে যুক্তিতর্ক শেষ হওয়ার পর মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায়ের দিন ঠিক করেন।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুল ইসলাম মুকুল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গেল ৭ মে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিন আদালতে সাক্ষ্য দেন শিশুটির ময়নাতদন্তকারী দুই চিকিৎসক।
আছিয়া শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। গেল ৬ মার্চ বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় সে। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা, পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মৃত্যুবরণ করে ছোট্ট মেয়েটি।
ঘটনার পর ৮ মার্চ আছিয়ার মা আয়েশা আক্তার মাগুরা সদর থানায় মামলা করেন। অভিযুক্ত করা হয় হিটু শেখ, তার স্ত্রী জাহেদা বেগম, ছেলে সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখকে। চারজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলার তদন্ত শেষে গেল ১৩ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। এরপর ২৩ এপ্রিল চার্জ গঠন হয় এবং ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় ৭ মে।
আদালতে যাওয়া-আসার সময় মূল অভিযুক্ত হিটু শেখ বারবার নিজেকে নির্দোষ দাবি করে আসলেও, ১৫ মার্চ সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে হিটু শেখ বলেন তিনি একাই এই জঘন্য অপরাধে জড়িত ছিলেন।
এমএ//