আসছে ঈদুল আযহায় সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা টগর। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন আদর আযাদ এবং পূজা চেরি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম গান ‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’। যা ইতোমধ্যে দর্শক ও শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটির কথা লিখেছেন রণক ইকরাম এবং সুর করেছেন কামরুজ্জামান রাব্বি। গানটির কণ্ঠ দিয়েছেন কর্নিয়া ও রাব্বি। দেশীয় উৎসবের পরিবেশে গানটি তৈরি করা হয়েছে, যার কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গানটির ভিডিওতে দেখা গেছে, আদর আযাদ ও পূজা চেরি নাচ পরিবেশন করেছেন। তাদের সঙ্গে আরও ৭০ জন পেশাদার নৃত্যশিল্পী পারফর্ম করেছেন।
গানটি নিয়ে আদর আযাদ গণমাধ্যমকে বলেন, এমন এনার্জি-ভরা একটি গানে পারফর্ম করা আমার জন্য এক অভিজ্ঞতার। টিমওয়ার্ক এবং কোরিওগ্রাফির কারণেই আমরা এমন চমৎকার ভিজ্যুয়াল উপস্থাপন করতে সক্ষম হয়েছি।
অন্যদিকে, পূজা চেরি বলেন, ‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’ গানটি আমার ক্যারিয়ারের অন্যতম রঙিন কাজ। গানের পরিবেশন করতে গিয়ে আমি অনেক মজা পেয়েছি এবং আমি বিশ্বাস করি দর্শকরাও উপভোগ করবেন।
সিনেমাটির পরিচালক আলোক হাসান বলেন, টগর শুধু একটি গল্প নয়, এটি একটি তরুণের যন্ত্রণাময় জীবন ও তার মধ্যে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। ছবিটি অ্যাকশন, প্রেম এবং সমাজের বাস্তবতা সবকিছুই একসঙ্গে তুলে ধরবে। সিনেমাটির পরিবেশন করছে এআর মুভি নেটওয়ার্ক।
এসকে//