অপরাধ

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুরের আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান।

আহত মাহমুদুল ইসলাম জানান, বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোলচক্করের অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত তার পথ আটকায়। তারা সঙ্গে থাকা টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা কোমরের বাম পাশে গুলি করে। পরে তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আহত ব্যবসায়ীর স্বজনদের কাছ থেকে জানা গেছে, দুর্বৃত্তরা তার কাছে থাকা ২২ লাখ টাকা নিয়ে গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মিরপুর #ছিনতাই