জাতীয়

সোকা বিশ্ববিদ্যালয় থেকে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

কূটনৈতিক ডেস্ক

জাপানের সোকা বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়েছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শুক্রবার (৩০ মে) এ সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

এর আগে, টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনায় দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়। একই সঙ্গে বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেল খাতে ১.০৬৩ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয় জাপান।

গেল ২৭ মে প্রধান উপদেষ্টা জাপান সফরে টোকিও পৌঁছান। চার দিনের সফর শেষে শনিবার (৩১ মে) সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার পথে রওনা হবেন ড. ইউনূস। এদিন রাতেই তার দেশে ফেরার কথা রয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জাপান #সোকা বিশ্ববিদ্যালয় #প্রধান উপদেষ্টা #মুহাম্মদ ইউনূস