জাতীয়

১৭ বছর পর দেশের ইতিহাসে সুন্দর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

কূটনৈতিক ডেস্ক

বাংলাদেশে প্রায় দুই দশক পর সবচেয়ে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউজে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বিগত ১৭ বছরের মধ্যে সবচেয়ে চমৎকার নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার।  তিনি বলেন, ঘোষিত সময়টি (আগামী বছরের এপ্রিল) নির্বাচনের সঠিক সময়। ভোটের জন্য প্রস্তুত দেশের জনগণ। 

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই মাসে ‘জুলাই সনদ’ জাতির সামনে তুলে ধরা হবে, যেখানে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি সংস্কার কমিশন গঠিত হয়েছে। দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের জন্য পৃথক কমিশন কাজ করছে, যাদের প্রস্তাবনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সব রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করা।’

অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আগে পাসপোর্টসহ বিভিন্ন সরকারি সেবা পেতে ‘মাধ্যম’ প্রয়োজন হতো। যার মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হতো। এখন সরকারি বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে, যাতে সবাই সহজেই সেবা নিতে পারেন।

সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন। আগে যেখানে সরকারি সেবা পেতে তদবির বা ‘মাধ্যম’ খোঁজার প্রয়োজন হতো, এখন সেসব সেবা সহজেই অনলাইনে পাওয়া যাচ্ছে। ফলে দুর্নীতির সুযোগও কমে গেছে বলে জানান তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘যারা সাত বছর আগে শিশু অবস্থায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, তারা এখন তরুণ। অথচ এখন তাদের দেখভালের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে এসেছে। মার্কিন অর্থায়ন বন্ধ হওয়ায় সমস্যা আরও জটিল হয়েছে।’ 

তিনি জানান, এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নারীর অধিকার নিশ্চিত করতেও সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান উপদেষ্টা #ড. ইউনূস