বিদেশ থেকে দেশে ফেরার সময় শুক্ল ছাড়াই নানা ধরনের উপহারসামগ্রী দেশে আনা যায়। এ জন্য ব্যাগেজ রুল সুবিধা দেয় সরকার। সরকার দু-এক বছর পর পর ব্যাগেজ রুলে পরিবর্তন আনে। এবারের বাজেটেও পরিবর্তন আনা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যাবে। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না।
বিনা শুল্কে যা আনতে পারবেন-
সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল;
২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন;
ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা;
মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স;
সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস;
এক কার্টন সিগারেট;
১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না;
মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ);
১৫ বর্গমিটার আয়তনের কার্পেট;
শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য-
সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার (শুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা);
২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার;
৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার;
রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার;
ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা;
ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়ার;
আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন থেকে একজন যাত্রী বছরে মোট ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন।
এমএ//