ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব কার্যালয় আগামী শুক্র ও শনিবার ছুটির দিনেও খোলা থাকবে। এসময় নগর ভবনসহ সংস্থাটির সব আঞ্চলিক অফিস এবং সংশ্লিষ্ট বিভাগগুলো চালু থাকবে, এবং স্বাভাবিক নিয়মেই সব ধরনের নাগরিক সেবা প্রদান করা হবে।
মঙ্গলবার (২৪ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে ডিএসসিসি এ তথ্য জানায়।
এদিকে দীর্ঘ ৩৯ দিন পর সোমবার (২৩ জুন) খুলেছে নগর ভবনের প্রধান ফটক। ফের চালু হয়েছে নাগরিক সেবা কার্যক্রম। তবে নগর ভবনের সামনে এখনো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেনের অনুসারীরা।
উল্লেখ্য, গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত দক্ষিণ সিটির ইশরাকপন্থী একদল কর্মচারী নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। একইসঙ্গে বিভিন্ন বিভাগে তালা দিয়ে নাগরিক সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়।
পরে ঈদ বিরতির পর ১৫ জুন থেকে আবারও শুরু হয় অবস্থান কর্মসূচি। ফলে রোববার (২২ জুন) পর্যন্ত নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগে তালা ছিল। তবে সোমবার দীর্ঘদিন পর খুলে দেয়া হয় মূল ফটক ও বিভাগীয় তালা।
ডিএসসিসি সূত্র জানায়, নাগরিকদের ভোগান্তি লাঘবেই ছুটির দিনেও অফিস খোলা রাখার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসি//