সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে মোহাম্মদ খালেদ রহীমকে নিয়োগ দিয়েছে। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির মাধ্যমে তাকে সচিব করা হয় এবং এরপরই তাকে দুদকে পদায়ন করা হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ২৪ জুন দুদকের সাবেক সচিব খোরশেদা ইয়াসমীনকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
এসি//