দেশের বিনোদন অঙ্গনের পরিচিত ও প্রিয় মুখ ইরফান সাজ্জাদ। ব্যতিক্রমী অভিনয় আর সাবলীল উপস্থিতির জন্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। তবে ব্যক্তিজীবনে তাকে পাড়ি দিতে হয়েছে এক অনুচ্চারিত বেদনার নদী—যা আজও তাকে কুরে কুরে খায়। বছরখানেক আগে হারিয়েছেন নিজের জমজ সন্তান। সেই ক্ষত এখনো ভোলেননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরফান বলেন—“প্রিয় আর মায়াদের এমন একটা দেশে রেখে এসেছি, যেখান থেকে চাইলেও আর দেখা যায় না।”
প্রিয় আর মায়া—এই দুই নামেই ডাকতেন অনাগত সন্তানদের। পৃথিবীর আলো দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছিল তারা। আর করুণ বাস্তবতা হলো, তাদের একজনের কবরও দেশে নেই।
জানা যায়, অভিনেতা ইরফান সাজ্জাদের স্ত্রী শারমিন সাজ্জাদ প্রায় দেড় বছর ধরে ছিলেন অসুস্থ। দীর্ঘ চিকিৎসার পর যখন সবকিছু একটু স্থির, তখনই সুখবর আসে—শারমিন মা হতে চলেছেন। কিন্তু সে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি।
একদিন সকালে শারমিন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছিল তখন। সেখানে চিকিৎসকেরা জানান, অবস্থা এতটাই জটিল যে জরুরি বড় সার্জারির বিকল্প নেই। সেই সিদ্ধান্তের পরই হারাতে হয় প্রিয় আর মায়াকে।
ইরফান সাজ্জাদ এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, আমার সন্তান প্রিয় আর মায়ার কবরটা চেন্নাইতে। যার ফলে বার বার ভারতে যাওয়া হয়। যখনই সময়-সুযোগ হয় ভারতে যাই, গিয়ে ওদের কবরটা দেখে আসি। এমনও মাঝে মাঝে হয়, যারা ভারতের চেন্নাইতে অবস্থান করেন তাদের খোঁজখবর আমি রাখি। তাদের সঙ্গে যদি যোগাযোগ করা যায় তাহলে হয়তো গিয়ে ভিডিও কলে ওদের কবরটা একটু দেখাতে বলি।
প্রথম দুই সন্তানকে হারানোর পরে আবার বাবা হয়েছেন ইরফান সাজ্জাদ।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পরবর্তীতে আমাদেরকে আজলানকে দিয়েছেন। ওকে দেখেই সবকিছু ভুলে থাকি। লাইফের আলাদা একটা মানে খুঁজে পেয়েছি আমি। লাইফের একটি ইনসিডেন্ট অনেক ডোর খুলে দেয়। অনেক কিছু চিন্তা করার সুযোগ তৈরি করে দেয়। প্রায়োরিটি নতুন করে সেট করার সুযোগ তৈরি করে দেবে। এই ঘটনার পরে আমি আমার লাইফে নতুন করে প্রায়োরিটি সেট করার সুযোগ পেয়েছিলাম।
প্রসঙ্গত, অটিজমে আক্রান্ত এক তরুণের জীবন এগিয়ে নেওয়ার সংগ্রামের গল্প নিয়ে সিনেমা ‘আলী’ মুক্তি পেয়েছে। ‘আলী’ পরিচালনা করেছন বিপ্লব হায়দার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। পর্দায় তিনি অটিজমে আক্রান্ত এক বাকপ্রতিবন্ধী তরুণ আলীর চরিত্রে অভিনয় করেছেন।
এসি//