চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, কোনো নির্দিষ্ট দেশ ‘বিশ্বের বিচারক’ বা ‘বিশ্বের পুলিশ’ হিসেবে কাজ করলে বরদাশত করবেন না তারা। ভেনেজুয়েলায় আকস্মিক মার্কিন সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
সোমবার (০৫ জানুয়ারি) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার বেইজিংয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনে প্রতিটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সুরক্ষিত হওয়া উচিত।
তার এই মন্তব্য আমেরিকার প্রতি কঠোর বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এসএইচ//