দেশজুড়ে

বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী ও নকলা উপজেলায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এবং নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কিছু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি না করে অতিরিক্ত দামে বিক্রি করছিল এমন অভিযোগের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে শাহিন ইলেক্ট্রনিক্সকে ৫ হাজার টাকা, শামীম ইলেক্ট্রনিক্স ও মনা ইলেক্ট্রনিক্সকে ২ হাজার টাকা করে, ইতি ইলেক্ট্রনিক্স, মনিমুক্তা এন্টারপ্রাইজ, শামছুল স্টোর, শাকিব স্টোর ও শফিকুল স্টোরকে ৩ হাজার টাকা করে এবং কে.জেড এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক গণমাধ্যমকে জানান, জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

একই দিনে নকলা উপজেলা বাজারে পৃথক অভিযানে দুই দোকানিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বলেন, জনস্বার্থে নকলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #এলপিজি গ্যাস #বাড়তি দাম #জরিমানা #ভ্রাম্যমাণ আদালত