ইরানে টানা ১০ দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি) আন্তর্জাতিক বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ জনের বয়স ১৮ বছরের নিচে। এছাড়া সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির অভিযোগে সারা দেশে গ্রেপ্তার হয়েছেন ২ হাজার ৭৬ জন।
হারানার তথ্যমতে, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ৯২টি শহরের ২৮৫টি স্থানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। তবে হতাহত ও গ্রেপ্তারের বিষয়ে ইরান সরকার এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের হুমকিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইরান সরকারকে সতর্ক করেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিদেশি চাপের কাছে নতিস্বীকার না করার কথা বলেছেন।
উল্লেখ্য, গেল বছরের ২৮ ডিসেম্বর ইরানি রিয়ালের অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতির প্রতিবাদে তেহরানসহ বিভিন্ন শহরে ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করলে এই আন্দোলনের সূত্রপাত হয়। পরদিন সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এতে যোগ দিলে বিক্ষোভ সরাসরি সরকারবিরোধীতে রূপ নেয়।
এসএইচ//