আন্তর্জাতিক

৮ মিত্র দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ, ইউরোপের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় আটটি মিত্র দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তকে ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক ইউরোপীয় দেশ “অগ্রহণযোগ্য” বলে নিন্দা জানিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্কের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুল্ক কার্যকর হবে। ট্রাম্প জানিয়েছেন, পরবর্তী ধাপে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে। গ্রিনল্যান্ড সংক্রান্ত কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

গ্রিনল্যান্ডকে মার্কিন নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ট্রাম্প আগেই বলেছেন, প্রয়োজনে এটি দখলের বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। তার দাবি, উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে গ্রিনল্যান্ড সামরিক ও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ঘোষণার পর গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজারো মানুষ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অধিগ্রহণ পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

ইউরোপীয় নেতারা শুল্ক আরোপের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ন্যাটো মিত্রদের ওপর এমন পদক্ষেপ “একেবারেই ভুল”। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, শুল্কের হুমকি গ্রহণযোগ্য নয় এবং ইউরোপ এ ধরনের চাপের কাছে নত হবে না।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা বলেন, ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লকে রাসমুসেন বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত এবং বিস্ময়কর।

এদিকে ইউরোপীয় দেশগুলো ডেনমার্কের পাশে দাঁড়িয়ে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ন্যাটোর দায়িত্ব হওয়া উচিত বলে মত দিয়েছে। এর অংশ হিসেবে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সীমিত সংখ্যক সেনা গ্রিনল্যান্ডে পাঠিয়েছে।

ট্রুথ সোশালে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এসব দেশ “বিপজ্জনক খেলা খেলছে” এবং গ্রহের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। বিশ্লেষকদের মতে, এই শুল্ক ঘোষণার ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সম্পর্ক আরও টানাপোড়েনের দিকে যাচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্রিনল্যান্ড #ইউরোপীয় ইউনিয়ন #যুক্তরাষ্ট্র #ট্রাম্প