আন্তর্জাতিক

‘আপনাদের বাবাকে’ উসকানি দেবেন না: গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ব্যঙ্গ করে রুশ দূত

আন্তর্জাতিক ডেস্ক

গ্রিনল্যান্ড ইস্যুতে আটটি ইউরোপীয় দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে ব্যঙ্গ করে রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর প্রধান কিরিল দমিত্রিয়েভ বলেন, ‘আপনারা নিজেদের ‘বাবাকে’ উসকানি দেবেন না।’

রোববার (১৮ জানুয়ারি) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানায়।

দমিত্রিয়েভ বলেন, ট্রাম্প যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস এবং নরওয়ের ওপর ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন। কারণ তারা গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়ে একটি ‘বিপজ্জনক খেলা’ খেলছে। তিনি ব্যঙ্গ করে আরও বলেন, এই শুল্ক মূলত ‘গ্রিনল্যান্ডে পাঠানো প্রতি সেনার জন্য প্রায় ১ শতাংশ হারে নির্ধারিত হয়েছে।’

এর আগে শনিবার ট্রাম্প জানান, ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ওই আট দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করবে, যা ১ জুন থেকে আরও বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করা হবে। তিনি যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা’র স্বার্থে গ্রিনল্যান্ডের গুরুত্বের কথা উল্লেখ করেন।

ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে বলেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক বসবে, যা ১ জুন থেকে বেড়ে ২৫ শতাংশ হবে।

ট্রাম্প আরও জানান, এই পদক্ষেপগুলো কার্যকর থাকবে যতক্ষণ না ‘গ্রিনল্যান্ড পুরোপুরি এবং সম্পূর্ণরূপে কেনার’ বিষয়ে একটি চুক্তি সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের পক্ষে অবস্থান নিয়ে আসছেন এবং দাবি করছেন, যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা’ রক্ষায় এই স্বায়ত্তশাসিত আর্কটিক অঞ্চলটির প্রয়োজন রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্রিনল্যান্ড #ডোনাল্ড ট্রাম্প #রাশিয়া