আর্কাইভ থেকে ক্রিকেট

করোনায় আক্রান্ত দ. আফ্রিকার ৫ ক্রিকেটার

করোনায় আক্রান্ত দ. আফ্রিকার ৫ ক্রিকেটার

বাংলাদেশে সফররত দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের ৫ ক্রিকেটারের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিসিবি জানিয়েছে, রোববার ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের সকল সদস্য করোনার নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাতে যার রিপোর্ট আসে। এতে ৫ জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে তারা বিমানে ওঠার জন্য নো অবজেকশন সার্টিফিকেট পায়নি। এতে করে আপাতত তাদের দেশে যাওয়া হচ্ছে না। বর্তমানে তারা ঢাকায় অবস্থান করছেন।

জানা গেছে, সম্প্রতি বাতিল হওয়া বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নারী ইমেজিং ক্রিকেট দলের মধ্যে সিরিজে ছিলেন এই ৫ জন। লিয়া জন সিনালো জাফটা গত ম্যাচে দলের হয়ে খেলেছিলেন। জনস ৪র্থ ম্যাচে এক ইউকেট নিয়েছেন। অন্য তিনজন হলেন, নাবোলুমকো বেনেতি, মাতসিপি মারসিয়া লেটসালো এবং রবেইন সিয়ারলে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | আক্রান্ত | দ | আফ্রিকার | ৫ | ক্রিকেটার