আর্কাইভ থেকে ফুটবল

দর্শকশূন্য মাঠে ফিরছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব

দর্শকশূন্য মাঠে ফিরছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব

লকডাউন শেষে স্বাস্থ্যবিধি মেনে দর্শকশূন্য মাঠে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি বিপিএল সম্পর্কিত উপকমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। 

সভায় এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাই পর্বের খেলার সঙ্গে সমন্বয় করে লিগের সময়সূচি নিয়ে আলোচনা হয়। এতে সর্বসম্মতিক্রমে খেলা শুরু করার বিষয়ে সব ক্লাবের প্রতিনিধিরা একমত পোষণ করেন। একই সঙ্গে ঈদুল ফিতরের ছুটির আগেই তিন থেকে চার রাউন্ড খেলা শেষ করার জন্য তাগিদ দেয়া হয়। 

প্রথম পর্বের মতো লিগের দ্বিতীয় পর্বের খেলাগুলোও অনুষ্ঠিত হবে দেশের চারটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো- ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম ও কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম। 

ভার্চুয়াল সভায় জানানো হয়, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দর্শকশূন্য মাঠে লিগ শুরু করার অনুমতি চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাফুফে।

সভায় উপস্থিত ছিলেন- বাফুফে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এমপি, ডেপুটি চেয়ারম্যান মো. আবদুর রহিম, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী সব ক্লাবের প্রতিনিধিরা। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন দর্শকশূন্য | মাঠে | ফিরছে | প্রিমিয়ার | লিগের | দ্বিতীয় | পর্ব