আর্কাইভ থেকে ফুটবল

আর্জেন্টিনাতেই হচ্ছে কোপা আমেরিকার আসর

আর্জেন্টিনাতেই হচ্ছে কোপা আমেরিকার আসর

২০২০ সালে কোপা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারনে এক বছর পিছিয়ে চলতি বছরের জুনে অর্থ্যাৎ আগামী মাসে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার যৌথ আয়োজনে মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়েছিল এই আসরের। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও করোনাভাইরাসের সংক্রমণের কারণে কলম্বিয়াকে আয়োজকের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

এরপর বলা হচ্ছিল, কোপার এবারের আসরটি এককভাবে আর্জেন্টিনাতে আয়োজন করা হবে। কিন্তু করোনাভাইরাসের কারণে সেখানেও আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। এমন শঙ্কার মধ্যে নাম চলে আসে যুক্তরাষ্ট্রের নাম। তারপর অনেকেই ধারণা করেন ২০১৬ সালের পর আবারও উত্তর আমেরিকার দেশটিতে হতে যাচ্ছে কোপার আসর।

তবে সব শঙ্কা উড়িয়ে অবশেষে কনমেবলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোপা আমেরিকা এককভাবে আর্জেন্টিনাতেই আয়োজন করা হচ্ছে। আর্জেন্টিনা সরকার এই সময়ে পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার ঘোষণা দেয়ার পর কনমেবল এই সিদ্ধান্ত নিয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন আর্জেন্টিনাতেই | হচ্ছে | কোপা | আমেরিকার | আসর