কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ বাহরাইন শাখা।
স্থানীয় সময় শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০ টায় দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ সমাজের কার্যালয়ে আলাউদ্দিন নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ হাসেমের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি মনজুর আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন বাহরাইন যুবলীগ শাখার সভাপতি মো. মজিবুর রহমান, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি মো. সেলিম দড়ী। শেখ মো.সিয়াম শাহ্ বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম শাহ্। শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার, যুবলীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুবলীগের যুগ্ম সম্পাদক নজির আহম্মদ, রুবেল মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আল জাজিরার প্রতিবেদনটির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে এ প্রতিবেদন করা হয়েছে। যারা আগেও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে, তারাই এর সঙ্গে যুক্ত রয়েছে।