আর্কাইভ থেকে করোনা ভাইরাস

জাতীয়ভাবে করোনা টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিন আজ

জাতীয়ভাবে করোনা টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিন আজ

দ্বিতীয় দিনের মত রাজধানীসহ সারাদেশে সরকার নির্ধারিত হাসপাতালগুলোতে করোনা টিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাদের ভ্যাকসিন দেয়া হচ্ছে। এরপর পর্যাক্রমে নিবন্ধন করা সবাইকে দেয়া হবে এ টিকা। 

চট্টগ্রাম মহানগরে ১৫টি কেন্দ্র নির্ধারণ করা হলেও গতকাল কেবল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকা দেয়া হয়। এদিকে, সিলেটের ২টি কেন্দ্র ও ৯টি বুথে চলছে, টিকাদান কার্যক্রম। কেন্দ্র দুটি হচ্ছে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল। এর মধ্যে ওসমানী হাসপাতালে স্থাপন করা হয়েছে ১২টি বুথ এবং অপরটিতে ১টি বুথ। সিলেটে গতকাল ১ হাজার ৪৭৭ জন টিকা নিয়েছেন। 

এছাড়া রংপুর, বরিশালসহ বিভিন্ন নগরীতেও চলছে, টিকাদান কার্যক্রম। সারাদেশে এক হাজার ৫টি কেন্দ্রে এ প্রতিষেধক দেয়া হচ্ছে। এতে স্বাস্থ্যকর্মীদের দুই হাজার চারশ’টি দল নিয়োজিত রয়েছে। 

প্রথম দিনে সারাদেশে ৩১ হাজার ১৬০ জন ভ্যাকসিন নেয়। এদের মধ্যে ঢাকায় ৫ হাজার ৭১জন ভ্যাকসিন নেয়। ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ২১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া, জ্বরসহ টিকা নেওয়ার স্থানে কিছুটা লাল দেখা গেছে বলে জানায়, স্বাস্থ্য অধিদফতর। প্রথম দিনে বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সচিব, চিকিৎসক সাংবাদিকসহ অনেকেই টিকা নিয়েছেন।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয়ভাবে | করোনা | টিকাদান | কার্যক্রমের | দ্বিতীয় | দিন | আজ