একটি বাড়িতে ঢোকার সময় অতিথিকে প্রথম যে জিনিসটি স্বাগত জানায় সেটি হল পাপোশ। অথচ বহু ক্ষেত্রেই দিনের পর দিন অবহেলায় পরে থাকে সেগুলি। পাপোশ অপরিষ্কার থাকলে ঘর ময়লা হয় সহজেই। প্রতিদিন পাপোশ ঝেড়ে আলগা বালু ফেলে দিন। সপ্তাহে এক দিন পাপোশ উল্টে কড়া রোদে দিন। এতে পাপোশ স্যাঁতসেঁতে হবে না। এছাড়াও মাসে একবার অবশ্যই ধুতেই হবে। তবে কী ধরনের পাপোশ তার উপর নির্ভর করছে পরিষ্কার করা হবে কীভাবে-
কাপড়ের পাপোশ
কাপড়ের তৈরি পাপোশ স্বাচ্ছন্দ্যে পরিষ্কার করতে পারেন ওয়াশিং মেশিনে। যদি ধুতে না পারেন, তবে খাবার সোডা বা কর্নস্টার্চ দিয়ে ঘণ্টা খানেক ভিজিয়ে রাখতে পারেন। এরপর পানিতে ধুয়ে রোদে মেলে দিতে হবে।
নারকেলের ছোবড়ার তৈরি পাপোশ
অনেক সময় নারকেলের ছোবড়ার থেকে যে দড়ি তৈরি হয়, সেই পাপোশ কী ভাবে ধুতে হবে তা বুঝতে পারেন না অনেকে। এই ধরনের পাপোশ অবশ্যই হাত দিয়ে পরিষ্কার করতে হবে। বেসিনের মধ্যে নিয়ে বাসন মাজার সাবান দিয়ে অল্প অল্প পানি ঢেলে ধুতে পারেন। ধোয়া হয়ে গেলে না একটি শুকনো ন্যাকড়া দিয়ে চেপে চেপে শুকিয়ে নিতে হবে। জামাকাপড় পরিষ্কার করার ডিটার্জেন্ট ব্যবহার না করাই ভাল।
প্লাসটিকের পাপোশ
রবার বা প্লাস্টিকের তৈরি পাপোশ পরিষ্কার করতে হলে আগে একটি শুকনো কাপড় কিংবা ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে পাপোশটি। এরপর গরম পানিতে তরল সাবান গুলে নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে পাপোশটি।
এ সম্পর্কিত আরও পড়ুননোংরা | পাপোশে | পা | মুছতে | ঘিনঘিন | করে | শরীর