বিএনপি মিথ্যকে সত্য বানাতে চায়। বিএনপিকে লোকে বিশ্বাস করে না। বিএনপির ভিশন ২০৩০ ডিপ ফ্রিজে আছে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে আ.লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত খাদ্য উপকমিটির প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যারা ধ্বংস করে, তারা মেরামত করবে কেমন করে? তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির দেয়া ২৭ দফা রূপরেখাকে ‘হাস্যকর’। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ২৭ দফা রূপরেখাকে দলটির স্ট্যান্টবাজি।
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের নামে ইয়েস-নো ভোটের নামে প্রহসন করেছে। তাদের আমলে ১০০'র মধ্যে ১২০ ভাগ ইয়েস ভোট পড়েছে।জনগণের ভোটচুরি আমরা করি না।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু করেছি। মেট্রোরেল ও কর্ণফুলী টানেল প্রস্তুত। আগামীকাল (বুধবার) ১০০ রাস্তার উদ্বোধন করা হবে।
আওয়ামী লীগ যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ বলেও জানান তিনি।
এর আগে, সোমবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৭ দফা রূপরেখা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এ রূপরেখায় স্থান পেয়েছে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদে কেউ দুই মেয়াদের বেশি না থাকা, সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ বেশকিছু বিষয়। যা ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বলে উল্লেখ করেছে দলটি।
এ সম্পর্কিত আরও পড়ুনবিএনপির | ভিশন | ২০৩০ | ডিপ | ফ্রিজে | আছে | কাদের