আর্কাইভ থেকে ফুটবল

ফের বর্ণবাদের শিকার ভিনিসিয়াস জুনিয়র

ফের বর্ণবাদের শিকার ভিনিসিয়াস জুনিয়র
বিশ্বকাপের পর লা লীগায় নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ভাইয়াদলিদের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। সেই ম্যাচে নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ভিনিকে তুলে নেন রিয়েল কোচ কার্লো আনচেলত্তি। ঠিক তখনই মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভিনিকে উদ্দেশ্য করে দর্শকরা গালাগাল করছে এবং বস্তু ছুঁড়ে মারছে। এরপরই এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে লিগ কতৃপক্ষের বিরুদ্ধে ফুঁসেছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে তিনি লিখেন, বর্ণবাদীদের স্টেডিয়ামে বিশ্বের সেরা ক্লাবের খেলা কাছে থেকে দেখার অনুমতি দেয়া হচ্ছে এবং (এ ব্যাপারে) লা লিগা কিছুই করছে না। আমি আমার মাথা উঁচু রাখব এবং আমার ও রিয়াল মাদ্রিদের জয় উদযাপন চালিয়ে যাব। এর আগেও বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। গোল উদযাপন নিয়ে তার নাচ বানর নাচের সাথে তুলনা করা হয়। তখন ভিনিসিয়াসের পক্ষ নিয়ে পেলে নেইমার সহ সব ব্রাজিলিয়ান তারকার কড়া জবাব দিয়েছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ফের | বর্ণবাদের | শিকার | ভিনিসিয়াস | জুনিয়র