আর্কাইভ থেকে এশিয়া

পাকিস্তানিদের হাতে পলিথিন ব্যাগ, ভরছে রান্নার গ্যাস

পাকিস্তানিদের হাতে পলিথিন ব্যাগ, ভরছে রান্নার গ্যাস
রাস্তা দিয়ে দুই তরুণ হাঁটছে। তাদের কাছে লম্বা লম্বা পলিথিনের ব্যাগ। সেগুলো দেখলে মনে হবে যেন গ্যাস বেলুন। আদতে তা নয়। সেগুলো ভর্তি করা হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি দিয়ে। পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে এই চিত্র। পাকিস্তানে অর্থনৈতিক সংকট এমন অবস্থায় চলে গেছে যে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারও মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। ফলে পলিথিনের ব্যাগে ভরে তারা এখন রান্না করার গ্যাস ব্যবহার করছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ওই ব্যাগগুলো ভরে আনা হচ্ছে গ্যাস সরবরাহকারীদের কাছ থেকে। ব্যাগ থেকে যেন গ্যাস না বের হয়ে যায়, সে জন্য সেটির মুখে লাগানো হয়েছে নজেল ও ভাল্‌ভ। পরে ওই গ্যাস চুলায় বা অন্য কাজে ব্যবহার করা হয়। একটি ব্যাগে তিন থেকে চার কেজি গ্যাস ভরা যায়। গ্যাস ভরতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে বলেন, ‘এই ব্যাগগুলোতে গ্যাস ভরলে বিস্ফোরণ হতে পারে এমন আশঙ্কা আছে। তবে প্রথমেই বলি, এমন কোনো ঘটনা ঘটেছে তা আমি শুনিনি। আর আসল কথা হলো, যদি ওই আশঙ্কার যদি সত্যি হয়, তাহলেও আমাদের মতো দরিদ্রদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। কারণ, সিলিন্ডারের অনেক দাম।’ ভিডিওটি দেখার পর অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ কেউ বলছে এটা খুবই বিপদজনক। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। পাকিস্তানের প্রশাসনকে এ বিষয় সতর্ক হওয়া উচিত।

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানিদের | হাতে | পলিথিন | ব্যাগ | ভরছে | রান্নার | গ্যাস