আর্কাইভ থেকে দেশজুড়ে

কাঁপছে শ্রীমঙ্গল

কাঁপছে শ্রীমঙ্গল
টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বুধবার (৪ জানুয়ারি) সকাল নয়টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) শ্রীমঙ্গলে বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, তিন দিন ধরেই উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে। সে হিসাবে আজ শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী কয়েক দিন এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। শীত উপেক্ষা করেই কাজের তাগিদে ঘর থেকে বেরিয়েছেন বিভিন্ন পেশাজীবী মানুষ। গতকাল শ্রীমঙ্গলে তাপমাত্রা সর্বনিম্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য ওঠায় ঠান্ডা কম অনুভূত হয়েছিল। কিন্তু আজ বেলা ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল শ্রীমঙ্গল। শৈত্যপ্রবাহের মধ্যেও লোকজন কাজে বের হয়েছেন। তবে প্রচণ্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাতের বেলা ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যানবাহন চালাচ্ছেন চালকেরা। চা–বাগান অধ্যুষিত শ্রীমঙ্গলে চা–শ্রমিক ও নিম্ন আয়ের লোকজন ঠান্ডায় বেশি কষ্ট পাচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন কাঁপছে | শ্রীমঙ্গল