আর্কাইভ থেকে ফুটবল

১ কোটি ৬০ লাখ পাউন্ডে ব্রাজিলিয়ানকে দলে নিল নটিংহ্যাম

১ কোটি ৬০ লাখ পাউন্ডে ব্রাজিলিয়ানকে দলে নিল নটিংহ্যাম
পালমেইরাসের হয়ে খেলা ব্রাজিলিয়ান তরুণ মিডফিল্ডার দানিলোকে দলে নিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। এক কোটি ৬০ লাখ পাউন্ড খরচে সাড়ে ৬ বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিয়েছেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। সোমবার নটিংহ্যাম নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে দানিলোকে চুক্তিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে। ২০২২ সালে পালমেইরাসের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী দানিলো সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১৪১টি ম্যাচ। দুটি কোপা লিবের্তাদোরেস সহ আরও কয়েকটি শিরোপা জিতেছেন সম্ভাবনাময় এই ফুটবলার। নটিংহ্যাম ছাড়াও দানিলোকে পেতে চেষ্টায় ছিল ইউরোপের কয়েকটি ক্লাব। সেই লড়াইয়ে জিতে তাকে নিজেদের শিবিরে তাকে আনতে পারায় আনন্দিত ক্লাবটি। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ফিলিপ্পো জিরাল্দি বলেছেন, ' আমরা দানিলোকে আমাদের ক্লাব ও আমাদের শহরে স্বাগত জানাতে পেরে অনেক খুশি। সে দারুণ এক প্রতিভা। নটিংহ্যাম ফরেস্টের বর্তমান ও ভবিষ্যতের জন্য সে চমৎকার এক সম্পদ হতে যাচ্ছে।'   আরও পড়ুনঃ  ফ্রান্সে নেইমারের কড়া সমালোচনা   ইপিএলে খেলার সুযোগ পেয়ে অনেক খুশি দানিলো নিজেও। ক্লাবের ওয়েবসাইটে তিনি জানিয়েছেম, 'প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন পূরণ করতে পেরে এবং নটিংহ্যাম খেলার সুযোগ পেয়ে সত্যিই আমি অনেক খুশি। আমি সর্বোচ্চ চেষ্টা করব এই দলে জয়ের জন্য এবং মাঠে ইতিবাচক ফল আনতে সবসময় আমার সবটুকু দিব। এখানে শুরু করতে এবং আমার নতুন সতীর্থদের সঙ্গে দেখা করতে উন্মুখ হয়ে আছি।' নটিংহ্যামে ২৮ নম্বর জার্সি পাবেন এই ব্রাজিলিয়ান। চলতি মৌসূমে এখন পর্যন্ত ১৯ ম্যাচে পাঁচটি করে জয় ও ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে নটিংহ্যাম।

এ সম্পর্কিত আরও পড়ুন ১ | কোটি | ৬০ | লাখ | পাউন্ডে | ব্রাজিলিয়ানকে | দলে | নিল | নটিংহ্যাম