আর্কাইভ থেকে ফুটবল

কাল থেকে শুরু হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার শিরোপার লড়াই

কাল থেকে শুরু হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার শিরোপার লড়াই
লাতিন আমেরিকায় আবারও শুরু হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার শিরোপার লড়াই। দুই গ্রুপে পাঁচটি করে মোট দশটি দল নিয়ে অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে কাল। যেখানে লড়বেন আগামীর মেসি-নেইমার-সুয়ারেজরা। এই প্রতিযোগিতায় মোট ১১ বার শিরোপা নিয়েছে সেলেসাওরা তাই ১২তম শিরোপার জন্য নামবে ব্রাজিল। অপরদিকে ৫ বার চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা লড়বে হেক্সা শিরোপার জন্য। প্রতি দুই বছর পর পর আয়োজিত হওয়া টুর্নামেন্টটি সবশেষ অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। ২০২১ সালে ভেনিজুয়েলায় ৩০তম আসর বসার কথা থাকলেও মহামারি করোনার কারণে তা স্থগিত হয়। এবার কলম্বিয়া আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) থেকে পর্দা উঠছে আসরটির। দুই গ্রুপে পাঁচটি করে মোট দশটি দল অংশ নিচ্ছে। যার মধ্যে  ‘এ’ গ্রুপে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। গ্রুপে অপর দলগুলো হলো কলম্বিয়া, প্যারাগুয়ে ও পেরু। আর ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি ও বলিভিয়া।   অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার (২০ জানুয়ারি) ভোর চারটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই দিন ভোর সাড়ে ছয়টায় স্বাগতিক কলাম্বিয়ার মুখোমুখি হবে প্যারাগুয়ে। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা থাকলেও তা হয় নি। কিন্তু এই টুর্নামেন্টে জুনিয়র পর্যায়ের সুপার ক্লাসিকো দেখবে ফুটবল বিশ্ব। ২৩ জানুয়ারি মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এ সম্পর্কিত আরও পড়ুন কাল | শুরু | হচ্ছে | ব্রাজিলআর্জেন্টিনার | শিরোপার | লড়াই