আর্কাইভ থেকে বাংলাদেশ

কুড়িগ্রামের নদীগুলোতে পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা

কুড়িগ্রামের নদীগুলোতে পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা

বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নদীগুলোতে পানি বাড়তে শুরু করছে। এরফলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ভাঙনের হুমকিতে পড়েছে সোনাহাট স্থলবন্দর, মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা। তবে বিভিন্ন স্থানে ভাঙন ঠেকানোর কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

জেলার ওপর দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীতে গত দু’দিন ধরে পানি বাড়তে শুরু করেছে। ফলে দুই পাড়ের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে।

এর মধ্যে ধরলা নদীপাড়ের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহনের চর ও সাতভিটা এলাকায় পানি ঢুকে পড়েছে। আর ভাঙন ঠেকানোর জন্য রাখা বালিভর্তি জিও ব্যাগগুলো পানিতে তলিয়ে গেছে। ফলে ভাঙন এবং বন্যা আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

নদী খুব কাছে চলে আসায় কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের হুমকিতে পড়েছে বলে জানান স্থানীয়রা।  

এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিসহ বিভিন্ন এলাকায় ভাঙন ঠেকানোর কাজ চলছে বলে দাবি করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম

ইতিমধ্যে গেল দুদিনে জগমোহনের চর গ্রামে ভাঙনের কবলে পরে ৩টি পরিবার তাদের বাড়িঘর সরিয়ে বাঁধে আশ্রয় নিয়েছে। সেখানে এখন তারা মানবতের জীবনযাপন করছেন।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রামের | নদীগুলোতে | পানি | বাড়ছে | প্লাবিত | হচ্ছে | বিভিন্ন | এলাকা