আর্কাইভ থেকে ফুটবল

ব্লক হয়েছিল মেসির ইনস্টাগ্রাম

ব্লক হয়েছিল মেসির ইনস্টাগ্রাম
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। একমাত্র অপ্রাপ্তি ঘুচিয়ে সোনালি ট্রফিতে চুমু এঁকেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পর মেসি ট্রফি হাতে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, যেটি ‘লাইক’ পাওয়ার হিসাবে ছাড়িয়ে গেছে সব রেকর্ড রেকর্ড। তবে ভক্তদের অসংখ্য শুভেচ্ছাবার্তার কারণে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই সাময়িকভাবে ব্লক হয়ে গিয়েছিল। বিশ্বকাপ জয়ের দেড় মাস পর বিশ্বকাপের অনুভূতি নিয়ে মুখ খুললেন ফুটবল ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টাইন রেডিও ‘উরবানা প্লেই’-এর সংবাদিক অ্যান্ডি কুজনেতসফকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানালেন এই কথা। মেসি বলেছেন, ‘ লাইক পাওয়ার বিষয়টি থেকে বোঝা যায়, ছবিটা কত মানুষের কাছে চলে গেছে। আমার হাতে ট্রফিটা কত মানুষ দেখতে চেয়েছে। সত্যি বলতে, অল্প শুভেচ্ছাবার্তা আমি পড়তে পেরেছি। এটা অনেক কঠিন। আমার কাছে ১০ লাখ বার্তা এসেছিল। শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছিল। আমি ঢুকতে পারছিলাম না। ব্যাপারটা উদ্ভট ছিল।’ সাধারণত ব্যস্ততার কারণে অনেক তারকা তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট দেখভালের দায়িত্ব বিশ্বস্ত কাউকে দেন। তবে এতো ব্যস্ততার মধ্যে মেসি নিজের অ্যাকাউন্ট নিজেই চালান। মেসি বলেন, ‘আমার ইনস্টাগ্রামে আমি নিজেই পোস্ট করি। এই কাজের জন্য আলাদা কোম্পানি বা ম্যানেজার রাখিনি।’

এ সম্পর্কিত আরও পড়ুন ব্লক | হয়েছিল | মেসির | ইনস্টাগ্রাম