আর্কাইভ থেকে ফুটবল

৫৩ বছর পর রেকর্ড গড়লেন হ্যারি কেন, টটেনহ্যামের কাছে হারলো ম্যান সিটি

৫৩ বছর পর রেকর্ড গড়লেন হ্যারি কেন, টটেনহ্যামের কাছে হারলো ম্যান সিটি
আগের ম্যাচে আর্সেনালের পরাজয়ের কারণে ম্যানচেস্টার সিটির সামনে সুবর্ণ সুযোগ এসে যায় পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়ে আনার। কিন্তু ম্যানসিটি সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। বরং, উল্টো টটেনহ্যাম হটস্পারের কাছে ১-০ গোলে পরাজয় বরণ করেছে ম্যানসিটি। টটেনহ্যামের সর্বাধিক গোল করার নজির গড়লেন হ্যারি কেন রোববার ম্যান সিটির বিরুদ্ধে ক্লাবের হয়ে ২৬৭তম গোল করে। যে রেকর্ড ১৯৭০ সাল থেকে ছিল জিমি গ্রিভসের। একই সঙ্গে ম্যান সিটিকে হারালো তার দল। ম্যাচের ১৫ মিনিটে কেন গোল করে দলকে এগিয়ে দেন। ঘরের মাঠে প্রিয় তারকার এই নজির গড়া দেখে উৎসবে মেতে ওঠে টটেনহ্যাম সমর্থকেরাও। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে হ্যারির ২৬৭তম গোলটি এল ৪১৬ নম্বর ম্যাচে। সেখানে গ্রিভস রেকর্ড করেছিলেন ৩৭৯ ম্যাচ খেলে। তিনি ১৯৬১ থেকে ১৯৭০ সালসের মধ্যে এই নজির গড়েন। পাশাপাশি হ্যারি প্রিমিয়ার লিগেও ২০০তম গোল করলেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনি অ্যালেন শিয়ারার (২৬০) ও ওয়েন রুনির (২০৮) পরে তৃতীয় ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন ৫৩ | বছর | রেকর্ড | গড়লেন | হ্যারি | কেন | টটেনহ্যামের | কাছে | হারলো | ম্যান | সিটি