আর্কাইভ থেকে ফুটবল

এক ম্যাচেই ৪ গোল, ৫০০ গোলোর মালিক রোনালদো

এক ম্যাচেই ৪ গোল, ৫০০ গোলোর মালিক রোনালদো
পাঁচটি ক্লাবের হয়ে খেলে ৫০০ গোলের করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার রাতে আল নাসেরের হয়ে এক ম্যাচে চার গোল করলেন পর্তুগিজ তারকা। তাঁর দাপটে আল নাসের ৪-০ গোলে জিতল আল ওয়াহদার বিরুদ্ধে। একটি পেনাল্টি-সহ চার গোল করেন রোনালদো। সি-আর সেভেনের অফ ফর্ম নিয়ে অনেক কথা ওঠে। খেলার উপর বয়সের ছাপ পড়ে গেছে, বিভিন্ন রকমের মন্তব্য দেখা দিতে থাকে। তবে আগাগোড়াই তিনি নিজের পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের জবাব দিতে থাকেন। এবারও তিনি ঠিক তাই করলেন। আল নাসেরে যোগ দেওয়ার পর সেই ভাবে জ্বলে উঠতে দেখা যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। যা নিয়ে অনেকে অনেক কথা বলতে থাকে। এবার নিজের পারফরম্যান্সের মাধ্যমেই সমালোচকদের জবাব দিলেন রোনালদো। সৌদি প্রো লিগে আল ওয়েদাকে ৪-০ গোলে হারাল আল নাসের। আর এই চারটি গোলই করেন সিআর সেভেন। তার এই ভাবে কামব্যাক যা কেউ কল্পনাও করতে পারেনি। প্রতিপক্ষ যেই হোক না কেন, কোনও রেয়াত করেননি তিনি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে গেলেন তিনি। বিপক্ষ দলকে কোনও রকম সুযোগই দিলেন না তিনি। প্রথমার্ধে দু’টি গোল করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। গোলের সংখ্যা বাড়ে ৬১ মিনিটে। আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেও দলকে জেতাতে পারেননি রোনালদো। এ বার সেই দুঃখ ঘুচল। ম্যাচের পর রোনালদো সমাজমাধ্যমে লেখেন, ‘চারটে গোল করে দারুণ লাগছে। ৫০০টা গোল হয়ে গেল লিগের ম্যাচে। সেই সঙ্গে দলের জয়। আর এই জয়ের ফলে সৌদি প্রো লিগে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা করে নিল আল নাসের। অন্যদিকে ১৬ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বর স্থানে রয়েছে আল ওয়েদা। এখনও পর্যন্ত পাঁচটি ক্লাবের হয়ে খেলেছেন রোনাল্ডো। তাঁর ফুটবল জীবন শুরু স্পোর্টিং লিসবনে। তিনটি গোল করেছিলেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দুই পর্বে ১০৩টি গোল করেছিলেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে সব থেকে বেশি গোল করেছিলেন তিনি। স্প্যানিশ ক্লাবের হয়ে খেলার সময় রোনাল্ডো করেছিলেন ৩১১টি গোল। জুভেন্টাসের হয়ে করেছিলেন ৮১টি গোল। আল নাসেরের হয়ে এখনও পর্যন্ত পাঁচটি গোল করেছেন রোনালদো। ৩৮ বছরের রোনাল্ডো যে সেই সংখ্যা আরও বাড়াবেন সেই ইঙ্গিত দিয়ে রাখলেন বৃহস্পতিবার রাতে।

এ সম্পর্কিত আরও পড়ুন এক | ম্যাচেই | ৪ | গোল | ৫০০ | গোলোর | মালিক | রোনালদো