লন্ডন ডার্বিতে ওয়েস্টহামের বিপক্ষে দুর্দান্ত খেলেও জয়ের দেখা পেল না চেলসি। ওয়েস্টহামের ঘরের মাঠে ম্যাচ ড্র করেছে ১-১ সমতায়। এই নিয়ে সর্বশেষ আট ম্যাচের মধ্যে সাত ম্যাচেই জয়হীন গ্রাহাম পটারের দল।
একটি জয়ের আশায় থাকা পটার মধ্যকালীন দলবদলের সময়ে কেনা পাঁচজন খেলোয়াড়কেই প্রথম একাদশে সুযোগ দেন। সিদ্ধান্তটিও সঠিক ছিল, শুরু থেকেই ওয়েস্টহামের বিপক্ষে দারুণ খেলেছে চেলসি। খেলার প্রথম ২২ মিনিটে ওয়েস্ট হামের গোলে তিনবার বল পাঠায় চেলসি। যদিও অফসাইডে বাতিল হয় দুইটি গোল।
নিষেধাজ্ঞা থেকে ফেরা পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স ১৬ মিনিটেই চেলসিকে এগিয়ে দেন। গোলে সহায়তা করেছেন ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড এলোমেলো করে চেলসিতে আসা আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ।
তবে এই গোলের পর অনেকটাই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট । চেলসির রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে ম্যাচে ফেরে ওয়েস্টহাম। ২৪ মিনিটে ওয়েস্টহাম সহজ সুযোগ মিস করলেও তিন মিনিট পরে পাওয়া সুযোগটা আর নষ্ট করেনি।
bখেলার ২৮ মিনিটেই ডান প্রান্তে আক্রমণে উঠে ভ্লাদিমির কউফাল ডি-বক্সে সতীর্থদের উদ্দেশে বাড়ান ক্রস। হেড দেন জেরড বাউয়েন। গোলবারের সামনে এমারসন পালমিরি পেয়ে যান বল। সহজ সুযোগাটা অনায়াসে কাজে লাগান তিনি।
৩৪ মিনিটে ননি মাদুয়েকের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন ওয়েস্ট হ্যাম গোলকিপার লুকাজ ফ্যাবিয়ান্সকি। ছয় মিনিট পর এ পোলিশ হতাশ করেন ফেলিক্সকেও। দুর্দান্ত এক ফ্রি কিক শট বামে ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দেন তিনি।
বিরতির পর ৫৭ মিনিটে রিচ জেমসের নেয়া ফ্রি কিক একটুর জন্যজড়ায়নি জালে। ম্যাচের বাকি সময় দুদলই সমান তালে লড়াই চালিয়ে গেছে। কিন্তু গোলের দেখা পায়নি কেউই। ফলে গোল সমতায় নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।