রাজধানীর ভাটারা থানার কোকাকোলা ঢালী বাড়ি সড়কের পাশের এক নারীর হাত-পা বাঁধা কার্টনে ভরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুর ১২টার দিকে আলামত সংগ্রহ শুরু করছেন পুলিশ কর্মকর্তারা। এখনো লাশটি ঘটনাস্থলে আছে।
ভাটারা থানার এসআই মোজাম্মেল হক বলেন, রাস্তার পাশে খালি প্লটে ড্রেনের পাশে কার্টনের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় নারীর লাশটি পাওয়া যায়। তার বয়স আনুমানিক ৩০ বছর। লাশটি বস্তায় ভরে কার্টনে ঢুকানো হয়। গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন থানায় খবর দেন।
ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে ব্যস্ত রাস্তার পাশে এনে লাশটি ফেলা হয়েছে। লাশে পচন ধরে গেছে।