আর্কাইভ থেকে ক্রিকেট

পরিত্যক্ত আইরিশদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ

পরিত্যক্ত আইরিশদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের ঝোড়ো সেঞ্চুরির পর মাঝবিরতিতে বৃষ্টি হানা দেয়। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি। আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বাগড়া দেয়ার পর কাট-অফ টাইম নিশ্চিত করা হয়েছে ৯ টা ৩৩ মিনিট। তবে এর ঘণ্টাখানেক আগেও থামেনি বৃষ্টি। এরপর রাত ৮-৩২ মিনিটে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় ওয়ানডে। এ মাঠেই আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এর আগে, সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ে সিদ্ধন্ত নেয় আয়ারল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে ২৩ রান করে রান আউট হয়ে যান ওপেনার তামিম ইকবাল। টাইগারদের অধিনায়কের বিদায়ে পর লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ১০১ রানের জুটি। এরপর ৭০ রানে লিটনের আউটের পর টিকতে পারেননি সাকিব। ১৭ রান করে ফিরে যান তিনি। সাকিবের বিদায়ের পর দলীয় স্কোরে ৮ রান যুক্ত হতেই ৭৩ রান করে সাজঘরে ফেরেন শান্তও। তারপর তোহিদ হৃদয় ও মুশফিক রহিম মিলে আইরিশ বোলারদের তুলোধুনো শুরু করেন। ৪৯ রানে হৃদয় ফিরে যাবার পর বাংলাদেশি হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। আর বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান।  

এ সম্পর্কিত আরও পড়ুন পরিত্যক্ত | আইরিশদের | বিপক্ষে | বাংলাদেশের | ম্যাচ