এক জোড়া ঘন, সুন্দর ভ্রু বদলে দিতে পারে একজন নারীর মুখশ্রী। আমাদের অনেকেরই ভ্রু ঘন এবং কালো নয়। অনেকের আবার কোনও কারণ ছাড়াই ভ্রুর রোম ঝরতে শুরু করে, পাতলা হয়ে যায় ভ্রু। শরীরের অভ্যন্তরীণ কোনও অসুস্থতার জন্যও ভ্রু পাতলা হয়ে যেতে পারে, আবার এর পিছনে থাকতে পারে পরিচর্যার অভাব।
ত্বক ও চুলের মতোই ভ্রুর যত্ন নেয়া দরকার। বাজারে নানা ধরনের জেল কিনতে পাওয়া যায়, যা ভ্রু ঘন করতে পারে। সেগুলির দাম হয় অনেক বেশি। একটু সময় খরচ করে বাড়িতেই এমন জেল বানিয়ে নিতে পারেন।
আইব্রো
চলুন জেনে নেয়া যাক ভ্রু ঘন করার ঘরোয়া জেল বানানোর উপায়-
উপকরণ
নারকেল তেল: ৫ চামচ
ভিটামিন ই ক্যাপসুল: ৫টি
বাদাম তেল: ৫ চামচ
অ্যালোভেরা জেল: ৫ চামচ
একটি পাত্রে সব উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন। এবার একটি ঢাকনা দেয়া পাত্রে এ জেলটি ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। বেশ কিছু দিন ধরে ব্যবহার করলেও খারাপ হবে না।
আইব্রো
যেভাবে ব্যবহার করবেন এই জেল
রাতে ঘুমানোর আগে ভাল ভাবে মুখ ধুয়ে নিয়ে ইয়ার বাডের সাহায্যে এ জেলটি ভ্রুতে লাগাবেন।
এ সম্পর্কিত আরও পড়ুনঘন | ভ্রু | পেতে | বিশেষ | জেল