আর্কাইভ থেকে ফুটবল

হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানসিটি-লিভারপুল

হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানসিটি-লিভারপুল
আন্তর্জাতিক বিরতির আবারও মাঠে ফিরছে ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৩০ মিনিটে। দুই দলের জন্যই ম্যাচটি সমান ভাবে গুরুত্বপূর্ণ। মৌসুমের শেষ ভাগে এসে আর্সেনালের সঙ্গে ম্যান সিটির শিরোপার লড়াইটা দারুণভাবে জমে উঠেছে। এই মুহূর্তে শিরোপাদৌড়ে এগিয়ে থাকা আর্সেনালকে চ্যালেঞ্জ জানাতে পারে শুধু ম্যান সিটিই। আর নিজেদের অবস্থানকে সুদৃঢ় রাখতে সিটির জন্য আজকের ম্যাচটি হবে মহাগুরুত্বপূর্ণ। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির পয়েন্ট ৬১। আজকের ম্যাচে লিভারপুলের বিপক্ষে জিততে পারলে গানারদের সঙ্গে সিটির পয়েন্টের ব্যবধান নেমে আসবে ৫–এ। সিটির জন্য চ্যালেঞ্জটা যেখানে শিরোপাদৌড়ে টিকে থাকার, লিভারপুলের জন্য সেটা সেরা চারের। বর্তমানে ৪২ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নস্বরে আছে লিভারপুল। তাদের ওপরে থাকা দুটি দলের মধ্যে চারে থাকা টটেনহামের পয়েন্ট ৪৯, আর পাঁচে থাকা নিউক্যাসলের পয়েন্ট ৪৭। লিভারপুলের জন্য ৬ নম্বর স্থানটিও পুরোপুরি সুরক্ষিত নয়।রণ, তাদের নিচে থাকা ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের পয়েন্টও সমান ৪২। ব্রাইটন আবার লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। তাই আজ সিটির মাঠে লিভারপুল যদি হেরে যায়, তবে সেরা চারের পথটা তাদের জন্য বেশ কঠিন হয়ে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন হাই | ভোল্টেজ | ম্যাচে | মুখোমুখি | হচ্ছে | ম্যানসিটিলিভারপুল