আর্কাইভ থেকে দেশজুড়ে

বাজারে উধাও চিনি, ১৫ দোকান ঘুরে মিললো ২ কেজি!

বাজারে উধাও চিনি, ১৫ দোকান ঘুরে মিললো ২ কেজি!
রাজধানীর বাজারে কয়েক দিনের ব্যবধানে খোলা চিনির দাম কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। পবিত্র ঈদুল ফিতরের পর বাজারে খোলা চিনির দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। বৃহস্পতিবার ( ৪ মে) সরজমিনে কাওরান বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। ঈদের আগে বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম ছিল সর্বোচ্চ ১২৫ টাকা। খোলা চিনি কিছুটা পাওয়া গেলেও প্যাকেটজাত চিনি মিলছে না বাজারে। খুচরা ব্যবসায়ীদের দাবি, সরবরাহ–সংকটে বাজারে চিনির দামে এই অস্থিরতা চলছে। আমদানি কারকরা চিনি বিক্রি না করায় বাজারে চিনির সংকট দেখা দিয়েছে। এছাড়াও অনেক মজুতদার অবৈধভাবে চিনি মজুতের ফলে এই সংকট আরও বেড়ে যায় বলে দাবি ব্যবসায়ীদের। ক্রেতাদের দাবি, দোকান গুলোতে বেশি দামে চিনি পাওয়া যাচ্ছে। কেজি প্রতি ১৪০ টাকায় পাওয়া যাচ্ছে চিনি। https://youtu.be/U4dk2S3hbMM  

এ সম্পর্কিত আরও পড়ুন বাজারে | উধাও | চিনি | ১৫ | দোকান | ঘুরে | মিললো | ২ | কেজি