পারিবারিক কলহের জের ধরে ছেলের সামনে মাকে গলা টিপে হত্যা করেছে বাবা। শরীয়তপুর সখিপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। গেলো মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি- সখিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সরদার কান্দি এলাকার মালেক মুন্সির মেয়ে শাহানাজ বেগম (৩৫)। অভিযুক্ত ব্যক্তি রুবেল হাসান।
শাহানাজের ছেলের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সোহানের (ছেলে) বাবা আর মা মঝেমধ্যেই বাসায় ঝগড়া করতেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নানার বাড়ি বেড়াতে গিয়েছিলো। পরে সন্ধ্যায় বাড়ি যাওয়ার জন্য বিল বরাবর আসলে সোহানের বাবা তার মায়ের গলা চেপে ধরে হত্যা করে। সে ভয়ে দৌঁড় দেয়। বাবা বোনকে নিয়ে যায়। বাবা-মাকে হত্যা করেছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে নিহতের স্বামী পলাতক রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তাসনিয়া রহমান