আর্কাইভ থেকে ফুটবল

ফ্রান্সকে হারালো জার্মানি, স্পেনের গোল উৎসব

ফ্রান্সকে হারালো জার্মানি, স্পেনের গোল উৎসব
আগামী বছরের ইউরোর আয়োজক দেশ জার্মানি। সেজন্য বাছাইপর্ব খেলতে হচ্ছে না তাদের। তাই প্রীতি ম্যাচ খেলছে জার্মানি। এই প্রীতি ম্যাচেই দু’দিন জাপানের বিপক্ষে আগে ৪-১ গোলে পরাজিত হয়েছিল জার্মানি। এরপরই চাকরিচ্যুত করা হয় তাদের কোচ ফ্লিককে। নতুন কোচের অধীনে খেলতে নেমে জয়ে ফিরলো জার্মানি। মঙ্গলবার রাতে পরপর দুই বিশ্বকাপের ফাইনাল খেলা শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছে তারা। অন্যদিকে ইউরো বাছাইপর্বে সাইপ্রাসের বিপক্ষেও গোল উৎসব করেছে স্পেন। ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে তারা। আগের ম্যাচেও জর্জিয়ার বিপক্ষে স্পেন জিতেছিল ৭-১ ব্যবধানে। জার্মানির ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্কে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৪ মিনিটে থমাস মুলারের গোলে এগিয়ে যায় জার্মানি। কিলিয়ান এমবাপ্পেহীন ফ্রান্স ওই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ ও গোলে শট নিলেও দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। লিরয় সানে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। ম্যাচের শেষ দিকে অ্যান্তোনি কন্তে গোল করে দলের হারের ব্যবধান কমান। তিনি ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। স্পেন তাদের ঘরের মাঠ গ্রানাডায় সাইপ্রাসের বিপক্ষে মাঠে নেমেছিল। পাবলো গাভি ও মিকেল মেরিনোর গোলে প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় দলটি। দ্বিতীয়ার্ধের ৭০ থেকে ৮৩ মিনিটের মধ্যে আরও চার গোল করে স্পেন। তৃতীয় গোলটি আসে জোসেলুর পা থেকে। ফেরান তোরেস করেন জোড়া গোল এবং অ্যালেক্স বায়েনা পান একটি গোলের দেখা।  

এ সম্পর্কিত আরও পড়ুন ফ্রান্সকে | হারালো | জার্মানি | স্পেনের | গোল | উৎসব