শক্তিশালী ঝড়ের প্রভাবে অতিবৃষ্টি এবং সেখান থেকে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যার কারণে নিউইয়র্ক শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের কয়েকটি সাবওয়ে সিস্টেম, রাস্তা ও হাইওয়েতে পানি উঠে গেছে। অতিরিক্ত পানির কারণে শুক্রবার লা গার্ডিয়ান বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল বন্ধ করে দেয়া হয়।
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী শুক্রবার শহরের কিছু কিছু অংশে ৮ ইঞ্চি/২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি পড়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর শুক্রবার নিউইয়র্ক শহরসহ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করেন।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, নিউইয়র্কে গত কয়েক দশকে এক দিনে এত বৃষ্টি বিরল। শুধু নিউইয়র্ক নয়, আমেরিকার উত্তর-পূর্ব অঞ্চল জুড়েই ভারী বৃষ্টি হয়েছে।
রাতভর এই বৃষ্টিতে নিউইয়র্কের একাধিক রাস্তা ডুবে গেছে। রাস্তার বিভিন্ন জায়গায় জলে ডোবা গাড়ি। লোকজন জল এড়াতে রাস্তার ধারের রেলিংয়ে উঠে পড়ছেন— এমন ছবিও দেখা গিয়েছে।
নিউইয়র্ক আমেরিকার সর্বাধিক জনবহুল শহর। এই শহরকে সচল রাখে সেখানকার মেট্রো পরিষেবা সাবওয়ে। কিন্তু ভারী বৃষ্টিতে সুড়ঙ্গে জল ঢোকায় বন্ধ রাখা হয়েছে বন্ধ রাখা হয়েছে সাবওয়ে পরিষেবা।
জরুরি অবস্থা জারি করে শহরের মেয়র এরিক অ্যাডামস নাগরিকদের কাছে বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, যদি আপনি বাড়িতে থাকেন, তবে বাড়িতেই থাকুন। আপনি যদি কাজে কিংবা স্কুলে থাকেন, তবে কোথাও আশ্রয় নিন। কারণ এই পরিস্থিতিতে শহরে চলাচল করা মুশকিল।
ভারী বৃষ্টিতে জল থৈ থৈ অবস্থা শহরের লাগার্ডিয়া বিমানবন্দরেও। সেখানকার একটি টার্মিনাল বেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। একাধিক বিমান বাতিল করা হয়েছে জন এফ কেনেডি বিমানবন্দর থেকেও।
এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার শহরের নানা অংশ ২০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।
এই বর্ষণের নেপথ্যে রয়েছে আটলান্তিক মহাসাগরের উপর তৈরি হওয়া ঝড় ‘ওফেলিয়া’। এই ঝড়ের দোসর হয়েছে পশ্চিম দিক থেকে আসা একটি ঘূর্ণাবর্ত।
এই দুইয়ের প্রভাবেই ভারী বৃষ্টি হচ্ছে বলে সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তরের অন্যতম আবহবিজ্ঞানী রস ডিকম্যান। ঝড় আছড়ে পড়ার আগে পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মেয়রের নির্দেশকে কার্যত ‘অমান্য’ করেই শহরের জলমগ্ন সেন্ট্রাল পার্ক চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়ে একটি সি লায়ন। পরে যদিও নিজের এনক্লোজ়ারে ফিরে আসে সেটি।
এই ভারী বর্ষণ নিউ ইয়র্কবাসীদের একাংশকে ২০২১ সালের ভয়ঙ্কর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সে বছর সেপ্টেম্বর মাসে নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, পেনসিলভ্যানিয়া, কানেকটিকাটে বন্যার কারণে ৪০ জন মানুষ প্রাণ হারান।
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বন্যার জন্য স্থানীয় প্রশাসনের অব্যবস্থাকেই দুষছেন। পুর প্রশাসনের তরফে ইতিমধ্যেই এক তলা বা নিচু এলাকায় যাঁরা থাকেন, তাঁদের অপেক্ষাকৃত উঁচু জায়গায় উঠে যেতে বলা হয়েছে।
বাসিন্দারা জানাচ্ছেন যে, শহরের জমা জলের স্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বেশ কিছু গাড়ি রাস্তায় নেমেও পানিতে হাবুডুবু খাচ্ছে। জল বার করতে প্রশাসন যথার্থ পদক্ষেপ করছে না বলে ক্ষোভ স্থানীয়দের একাংশের।