আর্কাইভ থেকে দুর্ঘটনা

ট্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এইচএসএসসি পরীক্ষার্থীর মৃত্যু। নিহত মোমিত হাসান তনু (১৯) কুমিল্লা দেবীদ্বার উপজেলার রাজনের হাট গ্রামের মোমিন এর ছেলে। কাদির মোল্লা সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল তনু। রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় চিনিশপুরের জেলা হাসপাতাল সংলগ্ন এলাকার রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তনু ঘটনাস্থলের পাশেই একটি মেসে থেকে পড়াশোনা করতেন। আজকে তার শেষ পরীক্ষা ছিল। প্র‍্যাক্টিক্যাল খাতাপত্র নিয়ে পরীক্ষা দিতে যেতে রওয়ানা হয়েছিলেন। তার মেস থেকে ২০০ গজ দূরে রেললাইন পার হতে যেয়ে ঢাকা হতে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সে নিহত হয়। সরেজমিনে গেলে নিহত তনুর সহপাঠীরা জানান, পরীক্ষা শেষে আজই তনু বাড়ি যাওয়ার কথা ছিল। আজ তার শেষ পরীক্ষা ছিল। কত স্বপ্ন নিয়ে সে পড়াশোনা করছিল। কি হয়ে গেলো?' নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির( উপপরিদর্শক) কার্তিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনের ধাক্কায় তার মাথা থেতলে গিয়ে মস্তিষ্ক বেরিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রেনের | ধাক্কায় | এইচএসসি | পরীক্ষার্থীর | মৃত্যু