আর্কাইভ থেকে ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুটিয়ে গেল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুটিয়ে গেল পাকিস্তান
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান।  তবে প্রোটিয়া বোলারদের বিপক্ষে খুব বেশি রান তুলতে পারেনি বাবর আজমরা। ৪৬.৪ ওভার খেলে ২৭০ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে  প্রথম পাওয়ার প্লেতেই দলীয় ৩৮ রানের মধ্যেই আউট হয়ে যান দুই ওপেনার।  তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন বাবর-রিজওয়ান। তবে দলীয় ৮৬ রানে রিজওয়ানকে উইকেটের পেছনে ডি ককের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন কোয়েটজি। চতুর্থ উইকেটে ইফতিখারকে নিয়ে বাবর ৪৩ রানের জুটি গড়েন। দলীয় ১২৯ রানে তাবরাইজ শামসির বলে ক্লাসের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নের পথ ধরেন ইফতিখার। ১২ রান পর দলীয় ১৪১ রানে ব্যক্তিগত ৫০ রানে বিদায় নেন অধিনায়ক বাবর আজম। শেষ দিকে সৌদ শাকিল ও শাদাব খানের ৭১ বলে ৮৪ রানের জুটিতে আড়াইশো পেরোয় পাকিস্তানের ইনিংস। শাদাব ৪৩ রান করলেও সৌদ শাকিল ঠিকই ফিফটি তুলে নেন। তবে ৫২ রান করেই বিদায় নেন তিনি। এতে ৪৬ দশমিক ৪ ওভারেই ২৭০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।    

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষিণ | আফ্রিকার | বিপক্ষে | গুটিয়ে | পাকিস্তান