আর্কাইভ থেকে আন্তর্জাতিক

অস্ট্রিয়ার প্রেসিডেন্টকে কামড়ে দিল অন্য দেশের প্রেসিডেন্টের কুকুর

অস্ট্রিয়ার প্রেসিডেন্টকে কামড়ে দিল অন্য দেশের প্রেসিডেন্টের কুকুর
অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডের বেলেনের হাতে কামড় দিয়েছে মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ডুর পোষা কুকুর। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মলদোভার রাজধানীতে দেশটির প্রেসিডেন্টের বাসভবনে এ ঘটনা ঘটে। শনিবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, সফররত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট বেলেনকে নিয়ে বাসভবনে হাঁটছিলেন সান্ডু। এ সময় সান্ডুর কুকুরকে আদর করার চেষ্টা করেন বেলেন। তখন কুকরটি তার হাতে কামড় দেয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মলদোভার প্রেসিডেন্ট। তিনি বলেছেন, অনেক মানুষের উপস্থিতির কারণে কুকুরটি ভীত হয়ে পড়ে। খবরে বলা হয়েছে, পরে মলদোভার পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠকের সময় বেলেনের হাতে ব্যান্ডেজ দেখা গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি ভিডিওতে কুকুরটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বেলেন। তিনি বলেছেন, যারা আমাকে চেনেন তারা সবাই জানেন কুকুর আমার অনেক পছন্দের। কুকুরের এমন আচরণের কারণ আমি বুঝতে পারছি। তিনি আরও উল্লেখ করেছেন, সান্ডু ও অপর কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক খুব ভালো হয়েছে। সফরের শেষ দিন কুকুরটিকে একটি ছোট্ট খেলনা উপহার দিয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট। কুকুরটির নাম কিশিনাউ। একটি সড়ক দুর্ঘটনায় আহতাবস্থায় এটিকে উদ্ধার করেছিলেন মলদোভার প্রেসিডেন্ট। বেলেন ও স্লোভেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় কুকুরটি উপস্থিত ছিল। দুই প্রেসিডেন্টের সঙ্গে কিশিনাউয়ের একটি ছবি প্রকাশ করেছেন সান্ডু।

এ সম্পর্কিত আরও পড়ুন অস্ট্রিয়ার | প্রেসিডেন্টকে | কামড়ে | দিল | অন্য | দেশের | প্রেসিডেন্টের | কুকুর